• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

প্রাইভেটকারে গাঁজা পাচার, মাদক কারবারি আটক


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৩:৩১ পিএম
প্রাইভেটকারে গাঁজা পাচার, মাদক কারবারি আটক

নওগাঁর বদলগাছিতে ৭২ কেজি গাঁজাসহ মনির হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নওগাঁ সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শেখ সাদিক এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়। এ সময় প্রাইভেটকারের চালক আলমগীর হোসেন (৪৪) পালিয়ে যান।

আটক মনির হোসেন সিলেটের জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের মুসলিমের ছেলে।

সংবাদ সম্মেলনে শেখ সাদিক জানান, মনির হোসেন ও পলাতক আলমগীর পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

মঙ্গলবার তারা কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নওগাঁর উদ্দেশে যাচ্ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারমাথা এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ৭২ কেজি গাঁজাসহ মনিরকে আটক করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির মাদক কারবারের বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলার প্রস্তুতি চলছে।

Link copied!