• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৩:০২ পিএম
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের
সিআইডি-র উপপরিদর্শক বিচিত্রা রানী বিশ্বাস

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১০ দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) বিচিত্রা রানী বিশ্বাস (৪৬) মারা গেছেন। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম।

বিচিত্রা রানী বিশ্বাস ফরিদপুরে সিআইডির উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

এর আগে, ৭ ফেব্রুয়ারি ফরিদপুরের নগরকান্দার মহিলা রোডে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সিআইডির পুলিশ অফিসার বিচিত্রা রানী আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, ওই সড়ক দুর্ঘটনার ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালি থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

Link copied!