• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

বগুড়ায় পুলিশ-বিএনপির সংঘর্ষ


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০৩:২৭ পিএম
বগুড়ায় পুলিশ-বিএনপির সংঘর্ষ

বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ইয়াকুবিয়ার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী ও পথচারী আহত হন।

খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘ক্ষমতাসীন সরকার পতনের’ এক দফা দাবি আদায়ে পদযাত্রার আয়োজন করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে বগুড়ার বনানী থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে এই পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের ইয়াকুবিয়ার মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বলেন, “বিএনপির নেতাকর্মীদের ইয়াকুবিয়ার মোড় থেকে সরাসরি সাতমাথায় যাওয়ার অনুমতি ছিল না। তারা যেতে চাইলে আমরা এতে বাধা দিই। এ সময় তারা আমাদের ওপর লাঠি, ইট-পাটকেল নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আমরা টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিই।”

Link copied!