ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পার্কিং করা আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১২ নভেম্বর) রাতে লিংকরোডের নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সামনে সড়কের পাশে এ অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি মোটরসাইকেলে দুজন যুবক এসে আল্লাহ ভরসা পরিবহন নামের বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যান। পুলিশ সদস্যরা এলেও তাদের আটক করতে পারেনি। তবে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অজ্ঞাতরা আগুন দিয়ে পালিয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।