• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

গুলি-মর্টারশেলের শব্দে সীমান্তে আতঙ্ক


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২, ০৭:১৬ পিএম
গুলি-মর্টারশেলের শব্দে সীমান্তে আতঙ্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায় শনিবার (৩ সেপ্টেম্বর) হেলিকপ্টার টহল অব্যাহত রেখেছে মিয়ানমার সেনাবাহিনী। সকালে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী ৮ নম্বর ওয়ার্ডের সীমান্ত এলাকায় হেলিকপ্টার টহল দিতে দেখা যায়।

এ সময় বেশকিছু গুলিবর্ষণ ও গোলা নিক্ষেপের শব্দ শুনতে পায় বলে জানিয়েছে স্থানীয়রা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে।

এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক অবস্থায় রয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উত্তেজনার ঘটনা মিয়ানমারের সীমান্তের মধ্যেই ঘটেছে। স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জানায়, মিয়ানমার সেনাবাহিনীর ২টি যুদ্ধ বিমান এবং ২টি ফাইটিং হেলিকপ্টার থেকে ৩০/৩৫ রাউন্ড গুলি এবং ৮ থেকে ১০টি গোলা নিক্ষেপ করা হয়। এছাড়াও ১নং ওয়ার্ডের তুমব্রু বিজিবি বিওপির সীমান্তে ৪ রাউন্ড ভারী অস্ত্রের ফায়ার করা হয়েছে।

জানা গেছে, মিয়ানমার সীমান্তের রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সে দেশের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র মধ্যে বেশকিছুদিন ধরে লড়াই বেড়েছে। মিয়ানমারের ভেতরে দেশটির সশস্ত্র বাহিনীর জেট ফাইটার ও হেলিকপ্টারের তৎপরতা বেড়েছে।

Link copied!