• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

রামেক হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৮:০২ পিএম
রামেক হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে মোট আটজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১৪৬ জন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহাম্মদ এসব তথ্য জানিয়েছেন।

মারা যাওয়া বৃদ্ধের নাম মো. মকবুল (৭৫)। গত সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টা ১মিনিটে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক বলেন, চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত রামেক হাসপাতালে মোট আটজনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন এক হাজার ৪৩৩ জন। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮২৯ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৭৯ জন। বর্তমানে আরও ১৪৬ জন রোগী ভর্তি আছেন।

Link copied!