• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪, ০৯:৩৭ পিএম
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত

নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১০ এপ্রিল) দুপুর দেড়টা থেকে ৩টার মধ্যে ঘটনা দুইটি ঘটে।

নিহতরা হলেন সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের মো. নেসার (৪৫), চর জব্বর ইউনিয়নের মো. সাবিক (২০)। কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাট এলাকার মো. জোবায়ের হোসেন (৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের হেরেংহি রোডের মাথায় মান্নানগর-চর জব্বর সড়কে দুইটি ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের এক সহকারী। আহত ব্যক্তিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

অপরদিকে, বিকেল ৩টার দিকে কবিরহাট উপজেলার ভূঁইয়ার হাট বাজার এলাকায় একটি পিকআপভ্যানের ধাক্কায় সাত বছর বয়সী শিশু জোবায়ের নিহত হয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে পিকআপভ্যানটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক জানান, দুই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ট্রাক দুইটি জব্দ করেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কবিরহাটে পিকআপভ্যানের ধাক্কায় শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!