• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০৭:৩২ পিএম
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ
হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : সংবাদ প্রকাশ

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা হরতালের আগের দিন ভোলায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভোলা শহরের স্কুল মোড় থেকে পৌরসভা গেইটে গিয়ে শেষ হয়।

মিছিলে ভোলা জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. রবিন চৌধুরী, যুগ্ম-সম্পাদক কামাল, ভোলা সদর উপজেলা যুবদল নেতা বেলাল হোসেন, জহির, আলমগীর, শামীম, ইব্রাহিম দেওয়ান, রুবেল মিয়াজী, রাকিব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সানাউল্লাহ প্রমুখ অংশ নেন।

এছাড়া একই সময় ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উকিল পাড়া বাস মালিক সমিতির সামনে থেকে শুরু হয়ে টাউন স্কুল গেইটে গিয়ে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপির সদস্য বেলাল, বিএনপি নেতা খোকন, তুহিন, জেলা যুবদল নেতা ওমর ফারুক, বাপ্পি, আমিনুল ইসলাম মাসুম, রিয়াদ হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজী নজরুল, ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, বশির খন্দকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক নূরুল ইসলাম বাপ্পি, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. ইব্রাহিম, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বয়ক সাব্বিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার (১৮ ডিসেম্বর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেন। পরে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহর মৃত্যুর কারণে সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এ ঘোষণার সম্মানার্থে সোমবারের হরতাল এক দিন পিছিয়ে (১৯ ডিসেম্বর) মঙ্গলবার পালনের ঘোষণা দেয় বিএনপি।

Link copied!