• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

কালিয়াকৈরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: মে ২৩, ২০২২, ০৫:০৩ পিএম
কালিয়াকৈরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রাইয়ান নিট কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানায় আগুন লেগেছে। এ ঘটনায় কয়েকজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (২৩ মে) দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন কাজ করছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চন্দ্রা এলাকায় নূর গ্রুপের একটি কারখানার চারতলা ভবনের দোতলায় আগুনের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

এর আগে গত ১৮ মে এই কারখানাটিতে আগুন লেগেছিল। সে সময় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!