• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

মধ্যরাতে ছাত্রলীগ নেতা শোভন ও জয় গ্রেপ্তার


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১০:০৭ এএম
মধ্যরাতে ছাত্রলীগ নেতা শোভন ও জয় গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু মোরশেদ শোভন ও জয় খান। শোভন মেহেরপুর পৌর এলাকার ক্যাশব পাড়ার আব্দুল মান্নানের ছেলে, জয় খান স্টেডিয়াম পাডার সবুজের ছেলে।

নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলা চলমান রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!