চুয়াডাঙ্গা সদর উপজেলার ডাক বাংলোর একটি কক্ষ থেকে বিআরটিএ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
বিআরটিএ কর্মকর্তার নাম সাইফুল্লাহ বাহার। তিনি পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
বিআরটিএ চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক আইনুল হুদা জানান, সাইফুল্লাহ বাহার ডাক বাংলোর একটি কক্ষে থাকতেন। রোববার (১১ সেপ্টেম্বর) থেকেই অসুস্থ ছিলেন তিনি। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে তাকে ফোনে না পাওয়া যাচ্ছিল না। পরে কার্যালয়ের সিল মেকার জাকিরকে ডাক বাংলোয় পাঠানো হয়। জাকির ঘরের ভেতর থেকে সাড়া না পাওয়ায় বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে সাইফুল্লাহ লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান কাজল জানান, ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।
ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন ঘটনাস্থল পরিদর্শন করেন।







































