ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। জনপ্রিয় ইসলামি বক্তা হিসেবে পরিচিত হলেও তার কর্মকাণ্ড নিয়ে আগেও বিতর্ক তৈরি হয়েছিল। এবার নতুন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—কুষ্টিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আয়োজিত নির্বাচনী সভায় শ্রোতাদের সামনে টেবিলের ওপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন মুফতি আমির হামজা। তার পাশের চেয়ারে কয়েকজন উপস্থিত থাকলেও তিনি টেবিল ব্যবহার করে বক্তৃতা দেন।
দৃশ্যটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন—সভায় অংশগ্রহণকারীদের চেয়ারে বসিয়ে নিজে টেবিলের ওপর দাঁড়ানো শিষ্টাচারবহির্ভূত, এমনকি প্রয়োজন হলে একটি ছোট স্টেজ বা উঁচু প্ল্যাটফর্ম ব্যবহার করা যেত। কেউ কেউ বলেছেন, একজন জনপ্রিয় বক্তার কাছ থেকে আরও পরিমিত আচরণ প্রত্যাশিত।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নির্বাচনী এলাকায়ও বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকরা ঘটনাটিকে তুচ্ছ বললেও বিরোধীরা এটিকে “অসঙ্গত আচরণ” হিসেবে তুলে ধরছেন।














-20251202140112.jpg)























