বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ আজ। তাই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে কুড়িগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছে ব্রাজিলের ভক্ত ও সমর্থকরা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে এ শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
ব্রাজিলের সমর্থকদের গায়ে জার্সি, হাতে পতাকা এবং প্রত্যেকের মুখে হলুদ ও সবুজ রংয়ের পতাকা। এছাড়াও এ শোভাযাত্রাকে উৎসাহিত করতে রাস্তার পাশে থাকা ব্রাজিল সমর্থকরা হাত তালি দিয়ে অভিবাদন জানান।
শোভাযাত্রায় আসা ব্রাজিল সমর্থক মো. রাজু আহমেদ বলেন, “আমি বাংলাদেশের নাগরিক, আর তাই এই দেশকেই বেশি ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপকে ঘিরে মন প্রাণ দিয়ে ব্রাজিল টিমকে সমর্থন করি এবং ভালোবাসি। আমার বিশ্বাস আজকের খেলায় ব্রাজিল তিন গোলে বিজয়ী হবে।”
আয়োজক আলামিন বলেন, “আমরা ব্রাজিল ফুটবল দলকে ভালোবেসেই এই মোটরসাইকেল শোভা যাত্রার আয়োজন করেছি।”
ব্রাজিল দলকে ভালোবেসে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাদের আশা ও বিশ্বাস প্রিয় দল ব্রাজিল এবার বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে দেশে ফিরবে।”





































