• ঢাকা
  • শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২, ২৪ জ্বিলহজ্জ ১৪৪৬

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ১২:৪২ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আরাফাত হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ফয়লা মিশন পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন বলিদাপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি পেশায় বাসের হেলপার ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে মোটরসাইকেল যোগে বাসের ড্রাইভারকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন আরাফাত হোসেন। পথে কালীগঞ্জ-কোলা সড়কের ফয়লা মিশনপাড়া নামক স্থানে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আঘাত লেগে গুরুতর আহত হন আরাফাত। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।  

Link copied!