• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সন্তানসহ মায়ের বিষপান, তিন সন্তানের মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০১:৫৫ পিএম
সন্তানসহ মায়ের বিষপান, তিন সন্তানের মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন সন্তানসহ কীটনাশক পান করেন যমুনা বেগম (৩৫) নামের এক গৃহবধূ। বিষক্রিয়ায় তিন সন্তান মারা গেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলো শাহেদ (৫), তামজীদ (১৩) ও সাকিবা (১৪)। এদিকে যমুনা বেগম হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বামী জাহাঙ্গীরের সঙ্গে ঝগড়া হয় যমুনা বেগমে। এর জেরে তিনি তিন সন্তানসহ কীটনাশক পান করেন। একপর্যায়ে তাদের চিৎকারে স্থানীয়রা এসে জামালগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক শাহেদ, তামজীদ ও সাকিবাকে (১৪) মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যমুনা বেগম এখনো বেঁচে আছেন। কিন্তু তিন সন্তান মারা গেছে। তাদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে আছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!