• ঢাকা
  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ জ্বিলহজ্জ ১৪৪৬

নিখোঁজ বৃদ্ধার মরদেহ মিলল নদীতে


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৬:৩১ পিএম
নিখোঁজ বৃদ্ধার মরদেহ মিলল নদীতে
মরদেহ উদ্ধারের পর। ছবি : সংগৃহীত

দিনাজপুর ঘোড়াঘাটের করতোয়া নদী থেকে আছিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।

বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ঘোড়াঘাট-পলাশবাড়ী সড়কের ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

আছিয়া বেগম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর এলাকার মৃত খোররাম উদ্দিনের স্ত্রী।  

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, “সকালে নদীতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানতে পেরেছি, তিনি দুই দিন থেকে নিখোঁজ ছিলেন। নদী পার হয়ে কোনো কাজে যাওয়ার পথে পা পিছলে নদীতে পড়ে যান। হয়তো বয়স বেশি হওয়ায় তিনি আর উঠতে পারেননি। এতে তার মৃত্যু হয়।”

আসাদুজ্জামান আরও বলেন, “মরদেহটি ঘোড়াঘাট সীমানা থেকে উদ্ধার করা হয়েছে। আমরা ওই থানার কর্মকর্তার সঙ্গে বলেছি। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

Link copied!