• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

সনদ ছাড়াই চিকিৎসা, চার হাসপাতাল ও ক্লিনিক সিলগালা


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪, ০৬:০৫ পিএম
সনদ ছাড়াই চিকিৎসা, চার হাসপাতাল ও ক্লিনিক সিলগালা
সনদ না থাকায় চার হাসপাতাল ও ক্লিনিক সিলগালা করা হয়। ছবি : প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সনদবিহীন চিকিৎসার সেবা চালিয়ে যাওয়ার অভিযোগে একটি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক ক্লিনিক সিলগালা করা হয়েছে।

সোম ও মঙ্গলবার (২২ ও ২৩ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল কাজিপুরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালান। এ সময় প্রয়োজনীয় সনদ না থাকায় একটি বেসরকারি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার সোনামুখী বাজারের ফারুক আল নাসির ওয়েলফেয়ার হাসপাতাল, সীমান্ত বাজারের মা ও শিশু স্বাস্থ্য শিক্ষা ও পল্লী ফাউন্ডেশন, সোনামুখী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং চরপানাগাড়ির জননী ডায়াগনস্টিক সেন্টার।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল জানান, সনদ না থাকায় একটি বেসরকারি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার নিয়মানুযায়ী সিলগালা করা হয়েছে।

Link copied!