• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মাকে মারতে দেখে ছুরিকাঘাতে বাবাকে হত্যা


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০৯:৩৫ পিএম
মাকে মারতে দেখে ছুরিকাঘাতে বাবাকে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ছেলের ধারাল অস্ত্রের আঘাতে বাবা তোফাজ্জল মণ্ডলের (৫২) মৃত্যু হয়েছে।

রোববার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তোফাজ্জল মণ্ডল তিনি তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে জমির মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, নওখাদা গ্রামে জমির মণ্ডলের ছেলে তোফাজ্জলের দুই স্ত্রী। প্রথম স্ত্রী রেজেদা খাতুনের সঙ্গে তোফাজ্জলের মাঝেমধ্যে পারিবারিক কলহ ও ঝগড়া বিবাদ লেগেই থাকত। এর জেরে শুক্রবার (৭ জুলাই) রাতে  তোফাজ্জল স্ত্রী রেজেদাকে  মারধর করেন। এ সময় বাড়িতে থাকা তোফাজ্জলের ছেলে বাবু তার মাকে মারধর করতে দেখে ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করে। এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তোফাজ্জল মারা যান।  

এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “তোফাজ্জল হোসেনের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তাদের বাড়িতে কেই নাই। সবাই রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে আছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঘটনার পর থেকে নিহতের ছেলে বাবু মণ্ডল পলাতক। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা। 

Link copied!