• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সুনামগঞ্জে সড়কে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০৩:০৪ পিএম
সুনামগঞ্জে সড়কে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

সুনামগঞ্জে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাওলানা মঈন উদ্দিন (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) সকালে ১১টায় সুনামগঞ্জ-সিলেট সড়কে এ ঘটনা ঘটে।

মাওলানা মঈন উদ্দিন সদর উপজেলার গৌরারং ইউনিয়নের শাহমিলন মাদ্রাসার প্রিন্সিপাল ও উপজেলা জাতীয় পার্টির নেতা।

স্থানীয় এলাকাবাসী জানায়, সুনামগঞ্জ সদর উপজেলা সুনামগঞ্জ-সিলেট সড়কের সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও পিকআপের সঙ্গে সংঘর্ষে মাওলানা মঈন উদ্দিন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে কর্বত্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!