চুয়াডাঙ্গায় মোহাম্মদ রফিক নামের (৪০) এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত মোহাম্মদ রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৪ মার্চ সকালে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের রফিকের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। সেখানে তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ১৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। আটক করা হয় মাদক কারবারি রফিককে। ওই দিন সদর থানায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বেলাল উদ্দিন জানান, ওই মামলায় ছয়জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন বিচারক।