• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ০৩:০৫ পিএম
ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল এলাকায় চিনিবোঝাই ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে নুরুল উদ্দিন টিপু নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৬ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। টিপু ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। একই সঙ্গে তিনি সদর উপজেলা কমিটিরও সদস্য।

মামলার তদন্ত কর্মকর্তা ও শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হায়াত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে চট্টগ্রামের এস আলম চিনি কারখানা থেকে ট্রাকভর্তি চিনি নিয়ে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশে রওনা হন চালক আবদুস সামাদ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল সেতুর ওপর পৌঁছালে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা ট্রাকের সামনের অংশে পেট্টোল ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়। চালকের চিৎকারে অন্যান্য গাড়ি থামালে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ওইদিন রাতে ট্রাকের মালিক উজ্জ্বল বৈদ্য বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।

এ ব্যাপারে সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন জানান, টিপু উপজেলা কমিটির সদস্য ও ধলিয়া ইউনিয়নের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। তবে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানা নেই।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, অবরোধ চলাকালে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!