নাটোরে বিএনপি ও বিরোধীদের ডাকা তৃতীয় দফায় দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মুখোশ পরে ঝটিকা মশাল মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে নাটোর শহরের হরিশপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এই মশাল মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা।
এ সময় যুবদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনের পাশাপাশি খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তি দাবিতে স্লোগান দেন। নেতাকর্মীরা কিছুক্ষণ পরই স্থান ত্যাগ করেন।
নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, “আমি ভারতে চিকিৎসার জন্য এসেছি। আমি সঠিক জানি না মিছিলে কারা উপস্থিত ছিলেন।”
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।