• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ডেঙ্গুতে সাংবাদিকের মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০২:১৬ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে সাংবাদিকের মৃত্যু

ফরিদপুরের সদরপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আব্দুল মজিদ মিয়া (৭০) নামের এক প্রবীণ সাংবাদিক মৃত্যু বরণ করেছেন। মজিদ মিয়া সদরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সদরপুর উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৮ অক্টোবর) সকালে মজিদ মিয়ার বড় ছেলে মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১টার দিকে তার বাবার মৃত্যু হয়। এর আগে বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে নিজ বাড়িতে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তিনি একজন বীরমুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে আব্দুল মজিদ মিয়া তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ গুণী ও প্রবীণ সাংবাদিককের মৃত্যুতে ফরিদপুর প্রেস ক্লাব, সদরপুর প্রেস ক্লাব ও সালথা প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

Link copied!