• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

ফেসবুক লাইভে এসে নিজের সব সার্টিফিকেট ছিঁড়লেন চাকরিপ্রার্থী


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০১:২৩ পিএম
ফেসবুক লাইভে এসে নিজের সব সার্টিফিকেট ছিঁড়লেন চাকরিপ্রার্থী

নীলফামারীতে চাকরি না পেয়ে স্নাতকসহ সব একাডেমিক সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছেন বাদশা মিয়া নামের এক যুবক।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি নিজের শিক্ষাজীবনে অর্জিত সব সার্টিফিকেট ছিঁড়ে ফেলেন।

জানা গেছে, ২০১৪ সালে  নীলফামারী সরকারি কলেজ থেকে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন করেন বাদশা মিয়া। পারিবারিক অভাবের কারণে স্নাতকোত্তর সম্পন্ন করতে পারেননি তিনি।

এর আগে ২০০৭ সালে জিপিএ ৩.৯২ পেয়ে বিজ্ঞান বিভাগে দাখিল, ২০০৯ সালে জিপিএ ৪.০৮ পেয়ে বিজ্ঞান বিভাগে আলিম এবং ২০১৪ সালে পদার্থবিজ্ঞান বিভাগে জিপিএ ৪.০০ এর মধ্যে ২.৬৬ জিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেন বাদশা।

বাদশা মিয়া বলেন, “হাজার হাজার মানুষ ভুয়া সার্টিফিকেট নিয়ে চাকরি  করে খাচ্ছে। আর আমি নিজের আসল সার্টিফিকেট নিয়েও একটা চাকরি জোটাতে পারিনি।” তিনি আরও বলেন, “আমার চাকরির বয়স নাকি শেষ। তাহলে এখন আমার সার্টিফিকেটগুলো রেখে কি লাভ?”

বাদশা আরও বলেন, “আমাদের এই সমাজে সবচেয়ে অসহায় ব্যক্তি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত ছেলেরা। তারা না-পারে চাকরি জোটাতে, অভাবের কারণে না-পারে  ব্যবসা-বাণিজ্য করে পরিবারের হাল ধরতে।

সার্টিফিকেট অনুযায়ী বাদশা মিয়ার বয়স ৩১ বছর।

Link copied!