দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা ক্ষমতায় গেলে কেমন দেশ উপহার দেবে তা বুঝতে বাকি নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন দিয়ে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছেন। কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজ দলের জন্য সেই সুযোগ আমরা নষ্ট হতে দেব না।”
তিনি বলেন, “যারা এর আগে রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা দেশে শান্তি আনতে পারেননি। দুর্নীতি, চাঁদাবাজি তারা বন্ধ করতে পারেননি। আবারও সেসব দল ক্ষমতার মসনদে গেলে তারা কেমন বাংলাদেশ উপহার দেবে তা আমাদের বুঝতে বাকি নেই।”
জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে মন্তব্য করে তিনি বলেন, “রাষ্ট্র সংস্কার এবং ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে সেটাই দাবি জানিয়েছি। সংস্কার ও গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে দেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে। এর অন্যথা করার চেষ্টা হলে আবারও জুলাই ফিরিয়ে আনা হবে।”
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম, জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকরসহ এনসিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































