• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

আমগাছে ঝুলছিল মুয়াজ্জিনের মরদেহ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৩, ০৩:০২ পিএম
আমগাছে ঝুলছিল মুয়াজ্জিনের মরদেহ

ফরিদপুরের সালথা উপজেলায় আফজাল মোল্যা ওরফে লাখু মোল্যা (৭৫) নামের এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ইউসুফদিয়া উত্তর পাড়ার ভদ্রপাড়া নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লাখু মোল্যা ওই এলাকার মৃত সমুজুদ্দিন মোল্যার ছেলে।

লাখু মোল্যার ছেলে কাইয়ূম মোল্যা জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি স্থানীয় ইউসুফদিয়া মোল্যাবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তার সঙ্গে কারও বিবাদ ছিল না।

পুলিশ ও স্থানীয়রা জানান, লাখু মোল্যা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝেই তিনি জঙ্গল ও নীরব স্থানে গিয়ে ঘুমিয়ে থাকতেন। ঘটনার দিন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে বেরিয়ে যান তিনি। পরে পাশের বাড়ির একটি আমগাছের সঙ্গে তাকে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

এ ব্যাপারে সালথা থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।

Link copied!