চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় ফন্টু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফন্টু চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাগুন্দা গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৫ মার্চ সন্ধ্যায় ফন্টু তার স্ত্রী ডালিয়া খাতুনকে নিয়ে পেঁয়াজ বাছার নাম করে বাড়ি থেকে বের হন। পরে ফন্টু একা বাড়ি ফিরে আসেন। পরিবারের সদস্যরা ডালিয়ার কথা জিজ্ঞাসা করলে তিনি কোনো সদুত্তর দেননি।
পরের দিন কোদাল নিয়ে ফন্টুকে ফিরে আসতে দেখে লোকজনের সন্দেহ হয়। এলোমেলো কথা বলার কারণে এ সময় বাড়ির লোকজন ডালিয়াকে খুঁজতে বের হন। এক পর্যায়ে সাবাস বিলের পাশে রক্ত ও চুল দেখে সন্দেহ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ডালিয়ার লাশ উদ্ধার করেন। ওই দিন নিহতের ছেলে জামিরুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেন। পরে স্থানীয়রা সরোজগঞ্জ বাজার থেকে ফন্টুকে আটক করে পুলিশে দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশিকুল হক ৩১ মে আদালতে অভিযোগপত্র দেন। বিচারক ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ রায় দেন।