• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

স্ত্রীর পরকীয়া, প্রেমিককে পেটালেন স্বামী


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৮:৪৯ পিএম
স্ত্রীর পরকীয়া, প্রেমিককে পেটালেন স্বামী

বগুড়ার শেরপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিক আহসান হাবিব আলোকে (৩৫) বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন রাসেল মাহমুদ (৪৫) নামের এক সরকারি কর্মচারী।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে শেরপুর শহরের ৬নং ওয়ার্ডের শ্রীরামপুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত আহসান হাবিব আলো নামের ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, আলো তার পরকীয়া প্রেমিকাকে (৩০) তার বাসা থেকে বের করে নিয়ে বাইরে যাচ্ছিলেন। এ সময় ওই নারীর স্বামী শেরপুর আয়কর বিভাগের কর্মচারী রাসেল মাহমুদ ও তার ছেলে টের পান। পরে ঘটনাস্থলে গিয়ে গাছের ডাল দিয়ে আলোকে বেধড়ক মারপিট করে। এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে আয়কর অফিসের কর্মচারী রাসেল মাহমুদ জানান, আলো পিস্তল নিয়ে বাসায় হামলা করেছিল। এলাকাবাসী তাকে প্রতিহত করেছেন।

শেরপুর টাউন ফাঁড়ির ইনচার্জ এসআই সাম্মাক হোসেন জানান, ইতোপূর্বেও ওই নারী আলোর সঙ্গে চলে গিয়েছিল বলে শুনেছি। সোমবার আবার বাসার পাশে এলে তাকে মারপিট করা হয়েছে। তিনি বর্তমানে বগুড়ায় চিকিৎসাধীন আছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!