• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩, ১২:১৪ পিএম
মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

টানা বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে এমারত হোসেন (৬৫) ও আছিয়া বেগম (৫০) নামের এক দম্পতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে নিহতের স্বজন ও আশপাশের লোকজন তাদের লাশ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) মধ্যরাতে দেয়াল ধসে চাপা পড়ে মারা যান তারা।

নিহত এমারত হোসেন কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে।  

নিহতের স্বজনরা জানান, কালিয়াকৈরে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি শুরু হয়। অতি বৃষ্টিতে রতনপুর নলিপাড়া গ্রামের এমারত হোসেনের বাড়ির দেয়ালের অনেকাংশই ভিজে নরম হয়ে যায়। ঝুঁকিপূর্ণ ওই মাটির ঘরেই রাতে তারা ঘুমিয়ে পড়েন। পাশের অন্য ঘরে তার ছেলেমেয়েরা ঘুমিয়ে ছিলেন। মাঝরাতে মাটির ঘরের দেয়াল ধসে পড়লে স্বামী-স্ত্রী দুজনেই চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আজ সকালে আশপাশের লোকজন ও তার স্বজনরা দেখতে পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার আব্দুল বাতেন স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

Link copied!