• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ০৩:১৮ পিএম
মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহে আঙ্গুরী বেগম (৫০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৫ নম্বর চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আঙ্গুরী বেগম ওই এলাকার আমিজ উদ্দিনের স্ত্রী এবং মৃত হোসেন আলী শেখের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার (১ অক্টোবর) রাতে আমিজ উদ্দিন নাটক দেখতে যান। রাত ৩টার দিকে বাড়ি ফিরে আমিজ উদ্দিন বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে অনেক ডাকাডাকি ও খোঁজাখুঁজি করেন। পরে মাচার ওপর আঙ্গুরির ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করেন। এ সময় প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!