• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

প্রতারণার অভিযোগে হাবিপ্রবির শিক্ষার্থীসহ গ্রেপ্তার ২


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৮:১৯ পিএম
প্রতারণার অভিযোগে হাবিপ্রবির শিক্ষার্থীসহ গ্রেপ্তার ২

ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা করে ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জেলার বীরগঞ্জের সাদুল্লাপাড়া এলাকার গোপাল সরকারের ছেলে সুজন সরকার (২৩) এবং সদর উপজেলার মুজাহিদপুর এলাকার দয়াল চন্দ্র রায়ের ছেলে ভগদীশ চন্দ্র রায়।  

এর আগে শনিবার (২৭ মে) রাত ৮টায় জেলা সদরের বাঁশের হাট এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, “সুজন সরকার ফেসবুকে জান্নাতুল নাহিমা নামের একটি ভুয়া আইডি খুলে নবাগঞ্জের ফরিদুল ইসলাম ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে সুজন তার সহযোগী ভগদীশ চন্দ্রের যোগসাজসে কৃষি প্রোজেক্টের কথা বিভিন্ন উপায়ে ফরিদুলের কাছ থেকে ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়।”

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। আসামিদের আদালতের সোর্পদ করা হয়েছে।

Link copied!