সাভারে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
রোববার (২২ অক্টোবর) সকালে সাভার পৌর এলাকার নামাবাজার মহল্লায় সাভার-ধামরাই সংযোগ ব্রিজে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন ধামরাইয়ের বদরাইল এলাকার শহীদ মোল্লা, তার ছেলে জলিল মোল্লা ও আরিফ মোল্লা এবং ভাতিজা আল-আমিন।
আহত জলিল বলেন, “রোববার সকালে একটি মামলায় কোর্টে হাজিরা দিতে যাচ্ছিলাম। এসময় কোর্টে যাওয়ার পথে সাভার নামাবাজার ব্রিজে পৌঁছালে মজিদ, মাসুদ, নিপুসহ অজ্ঞাত ১৫/২০ জন সন্ত্রাসী চাপাটি ও ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়। এতে আমি, আমার বাবা, ভাইসহ চারজনকে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়।”
এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন জানান, অভিযোগে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।