• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩, ০৯:৩৭ এএম
দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৪ জুলাই) রাত ৩টার দিকে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পাশের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার কামরাঙ্গীচরের গফুর প্রামাণিকের ছেলে ট্রাকচালক দাদন মিয়া (৪০), চালকের সহকারী সাইফুল ইসলাম (২৩) ও রকিবুল ইসলাম (৪০) এবং ট্রাকমালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিলেন ট্রাকচালক ও মালিক মোস্তাক আলী। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকচালক দাদন মিয়া ও রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। আহতদের গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে ট্রাক মালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলাম মার যান।

Link copied!