• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬

চার কৃষককে অপরহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা, অভিযোগ স্বজনদের


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ০৩:৪৫ পিএম
চার কৃষককে অপরহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা, অভিযোগ স্বজনদের

কক্সবাজারের টেকনাফের হ্নীলা পাহাড়ি এলাকা থেকে চার কৃষককে অপহরণের অভিযোগ করেছে তাদের পরিবার। প্রাথমিকভাবে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীদের হাতে তারা অপহরণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (৮ জানুয়ারি) সকাল ১০টায় পাহাড়ি ক্ষেত থেকে ওই চার কৃষক বাড়ি ফিরে না আসায় ধারণা করা হচ্ছে ভোরে হ্নীলার লেচুয়া প্রাং পাহাড়ের পাদদেশ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।  

অপহৃতরা হলেন, উপজেলার হ্নীলা লেচুয়া প্রাং এলাকার আবদুচ্ছালাম, মুহিবুল্লাহ, আবদুর রহমান ও আবদুল হাকিম।

তাদের স্বজনেরা জানান, অপহৃত চারজনই কৃষক। পাহাড়ি এলাকায় হাতি আক্রমণ করে চাষাবাদের জমি নষ্ট করায় প্রতিদিন রাতে কৃষকেরা ক্ষেত পাহারা দিতে যান এবং পরের দিন সকালে ফিরে আসেন। শনিবার (৭ জানুয়ারি) ওই চারজন ক্ষেত পাহারা দিতে গিয়ে পরের দিন আর ফিরে আসেনি। তাই ধারণা করা হচ্ছে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে তারা অপহৃত হয়েছেন।

এই বিষয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ জানান, তিনি ঘটনার বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে পুলিশকে অবগত করেছেন। পাশাপাশি তিনি বিষয়টির আরও খোঁজ নিচ্ছেন।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম বলেন, “অপহরণের বিষয়ে অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

Link copied!