• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চার শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক রিমান্ডে


সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৭:৫০ পিএম
চার শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক রিমান্ডে

সাভারের কাউন্দিয়ায় মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শামীম নামের এক মাদ্রাসা শিক্ষককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হাফেজ শামীম (২১) স্থানীয় আজিজুল উলুম কাউন্দিয়া মডেল মাদ্রাসা শিক্ষক এবং নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া গ্রামের মো. মাসুদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুদের বয়স ৯ থেকে ১০ বছর। কয়েক মাস ধরে তাদের মারধর ও হত্যার ভয় দেখিয়ে মাদ্রাসায় নিজের ঘরে ডেকে নিয়ে বলাৎকার করতেন শিক্ষক হাফেজ শামীম। এ ঘটনায় এক শিশু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের কাছে বিষয়টি খুলে বলে। পরে সাভার মডেল থানায় মামলা করেন ওই শিশুর পরিবার।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছেন কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম খান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ভুক্তভোগী চার শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি এমন ভুক্তভোগী আরও শিশু রয়েছে। তাদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। অনেক সময় পরিবার এমন ঘটনা জানাতে চায় না এবং অভিযোগও করে না।

Link copied!