• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ডাকাতি মামলায় চার ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪, ০৬:৪৪ পিএম
ডাকাতি মামলায় চার ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড

নড়াইলে ডাকাতি মামলায় আপন চার ভাইয়ের ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের অলিয়ার খানের ছেলে হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান। রায় ঘোষণার সময় হাসান খান, হোসেন খান আদালতে উপস্থিত ছিলেন, বাকি দুজন পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের অতিরিক্ত পিপি আলমগীর সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের র্মাচ মাসের ১০ তারিখে রাত ১২টার দিকে লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের ফরিদা বেগমের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান। এ সময় তারা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘরের মালামাল লুট করেন। এ ঘটনার পরদিন লোহাগড়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগীরা। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত রায় ঘোষণা করেন।

Link copied!