ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমান্ড মঞ্জর করেছেন আদালত।
সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক ওয়াজিদুর রহমান তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সদর থানা সূত্রে জানা যায়, রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে সদর থানা পুলিশ ঢাকা থেকে শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহে নিয়ে যান। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৪ আগস্টে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর মামলায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুর ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































