• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে জেলেকে হত্যা, আটক ১


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৭:২০ পিএম
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে জেলেকে হত্যা, আটক ১
জেলে রাসেলকে যেখানে ছুরি মারা হয় সেই ঘটনাস্থল। ছবি-সংবাদ প্রকাশ

ভোলার ইলিশায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে রাসেল নামের এক জেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রধান আসামি রিয়াজকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ইলিশা মাছ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাছেল ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তোফাজ্জেল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সদর উপজেলার ইলিশা মাছ ঘাটে আক্তার মাঝির নৌকার জেলে রাসেল ও রিয়াজ জাল সেলাই করছিলেন। এ সময় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াজ জাল কাঁটার ছুড়ি দিয়ে রাসেলের গলায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাসেলকে উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রিয়াজকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Link copied!