• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

ফিরিঙ্গি বাজার বস্তিতে আগুন


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০২:৫২ পিএম
ফিরিঙ্গি বাজার বস্তিতে আগুন

চট্টগ্রামের কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজারে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে ফিরিঙ্গি বাজারের ওই বস্তিতে আগুন লাগে।  

খবর পেয়ে নন্দনকানন, লামারবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের নয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফিরিঙ্গি বাজারের মেরিনার্স রোড সংলগ্ন টেকপাড়া বস্তিতে কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।   

ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, “আগুন লাগার খবর পেয়ে ছুটে এসেছি। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। টেকপাড়া বস্তি আর এয়াকুব নগরের পেছনের অংশ জুড়ে কিছু ঘর রয়েছে, সেগুলোতেও আগুন লেগেছে।”


হাসান মুরাদ আরও বলেন, “মেয়র মহোদয়, জেলা প্রশাসক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয়েছে। কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা করে জানাতে বলেছেন তারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রাতে খাবারের ব্যবস্থা করা হবে। তাদের ক্ষতিপূরণের বিষয়টি দেখা হবে।”  

এখনো পূর্ণাঙ্গ তথ্য না মিললেও প্রায় দুইশ ঘর পুড়েছে বলে জানান কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।  

কর্ণফুলী নদীর অদূরে টেকপাড়া বস্তির পাশেই মরিয়ম বিবি খাল। ঘটনাস্থলে দেখা যায়, বস্তির বেশিরভাগ টিনশেড ঘরই পুড়ে গেছে।  

স্থানীয়রা জানান, বস্তির এসব ঘরে গ্যাস সিলিন্ডার ছিল, তবে আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে সেগুলো বের করে ফেলা সম্ভব হয়।

আগুনে কারও আহত হওয়ার তথ্য মেলেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

Link copied!