• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আগুন


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৯:৩১ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকেন।

রোববার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক দীপক কুমার এ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এদিন দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালের নতুন ভবনের ষষ্ট তলার ময়লা আবর্জনার স্তুপ থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মো. রুবেল শেখ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছু পুরাতন বেডসিট, ফোম, কাগজ, কৌটা ও ময়লা আবর্জনার স্তুপ থেকে আগুন লাগে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আগুন ছড়াতে পারেনি। কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত করা হচ্ছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. দীপক কুমার বলেন, এই ঘটনায় কোনো রোগী বা স্বজনদের কেউ হতাহত হয়নি। ফেলে রাখা কিছু আসবাবপত্র ও ময়লা আবর্জনায় আগুন লাগে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলেন। তবে, বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে হচ্ছে।

Link copied!