• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

হলুদ চাদরে সেজেছে মাঠের পর মাঠ


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৮:১৩ এএম
হলুদ চাদরে সেজেছে মাঠের পর মাঠ

চারদিকে ফসলি জমি যেন সেজেছে হলুদ বর্ণে। হলুদ ফুলের ম-ম গন্ধে মোহিত করছে পুরো এলাকা। ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। প্রকৃতির এই অপরূপ সাজ যে কারও মন জুড়াবে। এমনি চিত্র এখন ঝিনাইদহের সব কটি উপজেলায়। জেলার ৬টি উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে এবার কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে।

কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, এ বছর ঝিনাইদহের ৬ উপজেলায় ৯ হাজার ৭৭০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে আবাদ হয়েছে ১১ হাজার ১০২ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকা আর কৃষি বিভাগের প্রণোদনা দেওয়ায় এবার আবাদ বেশি হয়েছে। সেই সঙ্গে পর্যাপ্ত পরিচর্যার কারণে ফলনও ভালো আশা করছেন চাষিরা।

কৃষক আলমগীর হোসেন বলেন, “এ বছর তেমন বৃষ্টি হয়নি। তাই ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ভালো ফলন হবে বলে আমরা আশা করছি। এবার সরকারের পক্ষ থেকে আমাদের সরিষার বীজ ও সার দেওয়া হয়েছে। যে কারণে এবার সরিষার ব্যাপক চাষ হয়েছে।”

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলী বলেন, “এ বছর সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের সার ও বীজ দেওয়া হয়েছে। তাছাড়া কৃষকদের ফলন বৃদ্ধির জন্য আমরা নিয়মিত মাঠ পরিদর্শনসহ বিভিন্ন পরামর্শ দিচ্ছি। আবহাওয়া ভালো থাকায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাব বলে আশা করছি।”

Link copied!