• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

মেয়ের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ০৯:২৭ এএম
মেয়ের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে মেয়ের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রায়কোট ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম কাশেম মোল্লা (৭০)।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক জানান, নিহত আবুল কাশেম মোল্লা তার পারিবারিক কাজে দুই শতক জমি তার বড় মেয়ের কাছে বিক্রি করেন। ওই মেয়ে থাকেন চট্টগ্রামে। জমি নিয়ে কথা কাটাকাটির জের ধরে বুধবার রাত ৮টায় ছোট মেয়ে জেসমিন আক্তার ঘরে রাখা কুড়াল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম মোল্লা নিহত হন।

এ ঘটনায় পুলিশ জেসমিন আক্তার, তার স্বামী পেয়ার আহমেদ, বোন রিনা বেগম, নিহতের স্ত্রী ফিরোজা বেগমকে আটক করেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, “আমরাও শুনেছি মেয়ের কুড়ালের আঘাতে বাবা মারা গেছেন। ঘটনাস্থলে আমাদের ফোর্স আছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী-দুই মেয়ে এক মেয়ের জামাইকে আটক করেছি।”

Link copied!