• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রেমের বিয়ে মানতে না পেরে বাবার আত্মহত্যা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০১:১৫ পিএম
প্রেমের বিয়ে মানতে না পেরে বাবার আত্মহত্যা

ফেনীর সোনাগাজীতে মেয়ের প্রেমের বিয়ে মানতে না পেরে হিরণ চন্দ্র (৫০) নামের এক বাবা আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিষ্ণুপুর গ্রামের জলদাস পাড়ায় এ ঘটনা ঘটে।

হিরণ চন্দ্র বিষ্ণুপুর গ্রামের জলদাস পাড়ার বাসিন্দা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, হিরণ চন্দ্রের মেয়ে ১ সেপ্টেম্বর মিরসরাই উপজেলার এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। বিয়ের এক সপ্তাহ পর ওই যুবক তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক বৈঠক বসে। এতে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন হিরণ চন্দ্র। সোমবার সকাল ৯টার দিকে বাড়ির সামনে গাছের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। পরে বেলা ১১টার দিকে তার মেয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এ বিষয়ে ওসি মো. হাসান ইমাম বলেন, “সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!