• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

শীতলক্ষ্যা তীরের ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৫:৩৬ পিএম
শীতলক্ষ্যা তীরের ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

শনিবার (১১ নভেম্বর) শিমরাইলের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মো. মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Link copied!