ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিতে ব্যাপক প্রাণহানি ও আর্থিক ক্ষতি হয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এসডিএমএ) জানিয়েছে, ২০ জুন পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১০ জন।
এর মধ্যে ১৫৮ জনের মৃত্যু হয়েছে সরাসরি বর্ষাজনিত দুর্ঘটনায়। ভূমিধস, পাহাড়ি ঢল, মেঘভাঙা বৃষ্টি, বজ্রপাত ও ডুবে যাওয়ার মতো ঘটনায় এই প্রাণহানি ঘটেছে। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৫২ জন।
মৃতদের বেশির ভাগই মান্ডি, কাংড়া, চাম্বা, কুল্লু ও কিন্নৌর জেলার বাসিন্দা। সড়ক পিচ্ছিল ও দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা বেড়েছে। চাম্বা, মান্ডি ও কাংড়ায় উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ঘটেছে।
বিপর্যয়ে সরকারি অবকাঠামোর ক্ষতির পরিমাণ আনুমানিক দুই হাজার ৪৫০ কোটি টাকার বেশি। গণপূর্ত দপ্তরের হিসাবে, একা সড়ক অবকাঠামোতেই ক্ষতি হয়েছে প্রায় ১ দশমিক ৩১ হাজার কোটি টাকা।
পানি শক্তি বিভাগ জানিয়েছে, পানি সরবরাহ ও সেচব্যবস্থায় ক্ষতি ৮৭২ কোটি টাকার বেশি। বিদ্যুৎ খাতে ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ১৩৯ কোটি টাকা।
এ ছাড়া ব্যক্তিগত সম্পত্তিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি তথ্য বলছে, অন্তত ৩২৪টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৪০০-এর বেশি বাড়ি। ধসে গেছে অসংখ্য দোকান, ছোট ব্যবসা ও খামার-ঘর। প্রাণ হারিয়েছে এক হাজার ৮০০ গবাদি পশু ও প্রায় ২৬ হাজার হাঁস-মুরগির।