• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দৌলতপুরে মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ০৩:২৯ পিএম
দৌলতপুরে মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাঠ থেকে খেজের আলী ফকির (৬৭) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা-পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খেজের আলী ওই গ্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খেজের আলীর পরিবারের লোকজন তার একমাত্র ছেলে আনারুল ইসলামকে বিদেশ যাওয়ার জন্য ঢাকায় এগিয়ে দিতে গেছেন। তিনি বাড়িতে একাই ছিলেন। শনিবার সকালে মাঠের মধ্যে তার মাথা থেঁতলানো মরদেহ দেখে পুলিশকে খরব দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে দৌলতপুর থানার পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!