• ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

নতুন দল পরিচালনার জন্য চাঁদা দাবি, ৮ জনকে পুলিশে দিল জনতা


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৫:৫৪ পিএম
নতুন দল পরিচালনার জন্য চাঁদা দাবি, ৮ জনকে পুলিশে দিল জনতা

খুলনায় নতুন দল পরিচালনার জন্য চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন ৮ যুবক। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

বুধবার (১৪ মে) রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পি নামে এক ব্যক্তির কাছে চাঁদা নিতে যান তারা।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৯টার দিকে খালিশপুর বাস্তুহারা কলোনির ২নং রোডের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করে খালিশপুর এলাকার দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হানসহ কয়েকজন। তারা বাপ্পিকে পতিত সরকারের দোসর বলে দাবি করেন। 

এ সময়ে বাপ্পির কাছে তারা ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও হুমকি দেন। পরে রায়হান ও তার সঙ্গীদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ মে) খালিশপুর থানায় বাপ্পীর স্ত্রী শাহনেওয়াজ বাদী হয়ে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, জড়িতরা নতুন দল গঠন করেছে বলে জানায়। দল পরিচালনা করতে চাঁদা দাবী করেন তারা।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটক ৮ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

Link copied!