• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঋণের দায়ে কারাগারে যুবক, অতঃপর মৃত্যু


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৮:০২ পিএম
ঋণের দায়ে কারাগারে যুবক, অতঃপর মৃত্যু

লালমনিরহাট কারাগারে শাহ নাজমু্ল হোসেন (৩৩) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে কারাগারে অসুস্থ হলে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নাজমু্ল জেলার হাতীবান্ধা উপজেলা বেজগ্রাম এলাকার মৃত সোলেমান গনির ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা কারাগারে বন্দী ছিলেন শাহ নাজমুল হোসেন। গত এক সপ্তাহ ধরে (এনজিও) আশার ঋণ প্রকল্পের একটি মামলায় তিনি কাস্টরি হন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাজমুল। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার মুহাম্মদ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগ আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।” 

Link copied!