উত্তর-পূর্ব জাপানে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া অধিদফতর (জেএমএ)।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে (জিএমটি ২টা ৪৪ মিনিট) আওমোরি প্রিফেকচারের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূগর্ভের প্রায় ২০ কিলোমিটার (১২.৪ মাইল) গভীরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৭ বলে নিশ্চিত করেছে।
জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর ওই অঞ্চলের কোনো পারমাণবিক স্থাপনায় তাৎক্ষণিকভাবে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।
জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, এই কম্পনের তীব্রতা সোমবারের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের তুলনায় কম ছিল। সোমবারের শক্তিশালী কম্পন সড়ক ভেঙে ফেলেছিল, ভবনের জানালা চূর্ণ করেছিল এবং প্রায় ৭০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট) উচ্চতার সুনামি ঢেউ সৃষ্টি করেছিল।
সোমবারের ভূমিকম্পে কমপক্ষে ৫০ জন আহত হন। এরপর জেএমএ হোক্কাইডো থেকে শুরু করে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত এলাকায় এক বিশেষ সতর্কতা জারি করে। তারা জানায়, এক সপ্তাহের মধ্যে আরো একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে—এ বিষয়ে সতর্ক থাকতে হবে।







































