রাজশাহীতে নাশকতা মামলায় সম্রাট আহমেদ (৪০) নামে এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বিকেলে নগরীর দরগাপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্রাট আহমেদ ঠিকাদারি ব্যবসা করেন। একসময় তিনি জাতীয় পার্টি করতেন। পরে বিএনপির রাজনীতি শুরু করেন সম্রাট। তিনি যুবদলের কমিটিতে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, নাশকতায় অর্থ যোগনদাতা হিসেবে সম্রাটকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে তোলা হয়। এরপর তাকে পাঠানো হয়েছে কারাগারে।